How to add a Online User counter in Blogger Step by Step
প্রথমে আপনি এই লিংকে যান। এই লিংকে যাওয়া পর পাশের ছবির মতোন অনলাইন কাউন্টারে ক্লিক করুন।তারপর নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজ টাকে নিচের ছবির মতোন পরিবর্তন করে নিন। কী কারনে নিচের ছবির মতোন পরিবর্তন করতে হবে তা ভিডিওতে বলা আসে।

এরপর সাবমিটে ক্লিক করার পর কোডটি কপি করুন। কপি করা হয়ে গেলে আমাদেরকে এখন কোডটিকে সামান্য এডিট করতে হবে। কপি করা কোডটি দেখতে এমন হবে –
<!– BEGIN: Powered by alaminitbd.blogspot.com.com –>
<!– END: Powered by alaminitbd.blow gspot.com.com –> visitor % location count code
এখান থেকে শুধু আমাদেরকে স্ক্রিপ্টটা কপি করতে হবে। অর্থাৎ, লাল রঙের কোডটা। না বুঝতে পারলে ভিডিওটা দেখুন।
এবার আপনি আপনার ব্লগার সাইটে গিয়ে লে-আউট এ চলে যান। তারপর, আপনি যে জায়গায় কোডটি শো করাতে চান সেখাকার এডিট বাটনে ক্লিক করুন। যেহেতু, আমরা এটা “Configure Link List” দিয়ে করব তাই আমাদের একটা লিংক এড করতে হবে। অন্যথায় শুধু কোডটি পেস্ট করে দিলে হবে।
এড লিংকে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটের মতোন কাজ করুন।

করা হয়ে গেলে এখন হোম পেজে গিয়ে দেখুন এটা কাজ করতিছে কী না। তো এই ছিল আজকের টিউন আশা করছি টিউনটি ভালো লেগেছে। টিউনটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন উইকিবিএন এর সাথেই থাকুন।
<!– END: Powered by alaminitbd.blow gspot.com.com –> visitor % location count code
0 Comments:
Post a Comment